ঐতিহাসিক রায়ে স্বামীর কৃষি সম্পত্তিতে হিন্দু বিধবা নারী অংশিদার হবেন :হাইকোর্ট
Wednesday, September 2, 2020

আইনের ভিন্নতা থাকার কারণে শুধুমাত্র সিলেটের হিন্দু বিধবা নারীরা স্বামীর কৃষি জমির ভাগ পেতেন।হিন্দু বিধবা নারীরা স্বামীর কৃষি জমিতে অংশ পাবেনা এই মর্মে, ১৯৯৬ সালে খুলনার আদালতে যতীন্দ্রনাথ মন্ডল নামে এক ব্যক্তি মামলা করেন।নিম্ন আদালতে বলা হয় বিধবা নারীরা স্বামীর কৃষি জমিতে অধিকার রাখেনা।
যখন আপিল করা হয় তখন জেলা জজ দিলেন ভিন্নমত।জেলা জজ বলেন, বিধবারাও স্বামীর কৃষি জমির ভাগ পাবেন।তারপরও বিষয়টি গড়ালো উচ্চ আদালতে।উভয় পক্ষের দীর্ঘ শুনানি ও সিনিয়র আইন জীবীদের মতামত নিয়ে বলেন হিন্দু বিধবা নারী স্বামীর অচাষযোগ্য জমির মত কৃষি জমির ও ভাগ পাবেন।এক সময় হিন্দু বিধবা নারীরা স্বামীর বসত বাড়ির ভাগ পেতেন।গত আট দশকের মধ্যে আইনটি আইনের ভেড়াজালে বন্ধি ছিল।তাই এই রায়টি ঐতিহাসিক রায়ই বলেছেন আইনজীবীরা।
Categories:বাংলাদেশ
Tags:
- « চট্টগ্রামের পতেঙ্গায় কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে তিনজনের মৃত্যু।
- নিউ সাউথ ওয়েলসে নতুন ১২ জন করোনভাইরাসে আক্রান্ত হয়েছে। »