এ বছরের জন্য ‘ফাগুন হাওয়া ‘ মেলা বাতিল
Wednesday, March 18, 2020

করোনা ভাইরাসের বৃদ্ধি ও সরকারী নিষেধাজ্ঞার জন্য এ বছরের ফাগুন হাওয়া বাতিল ঘোষনা করা হয়েছে। এর আগে বৃষ্টির কারনে দুই দফা মেলার তারিখ পরিবর্তন করা হয় । মেলার আয়োজক তিশা তানিয়া জানান, তাদের মেলা করার অনেক উৎসাহ ছিলো। সব স্টল রেডি ছিলো । এছাড়া স্পন্সরও সহযোগীতা করেছিলেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে তো কারো হাত থাকে না। তিশা তানিয়া মেলার আয়োজনে যারা যারা সহযোগীতা করে আসছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সামনের বছর যাতে ভালভাবে মেলার আয়োজন করা যায় সেই লক্ষ্যে সবাইকে সহযোগীতা করতে অনুরোধ করেন।

Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « সিডনির ক্যাম্বেলটাউনের বৈশাখী মেলা বাতিল
- সিডনিতে জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন »