এসএসসি পরীক্ষা (কুরবানী) ঈদের পর
Wednesday, June 22, 2022

ঈদ-উল-আযহা’র পর এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। বুধবার (২২ জুন) নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, ‘সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেওয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে। আর এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।’
এর আগে মঙ্গলবার (২১ জুন) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছিলেন পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা নির্ভর করছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির ওপর। বন্যা পরিস্থিতি বুঝে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে।
Tags:
- « পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতী আবদুল হালিম বোখারি’র ইন্তেকাল
- গানে গানে জোছনা সিজন-৩; প্রবাসে বাংলা গানের আবেদন ছুঁয়ে যাক প্রতিটি বাঙ্গালী প্রাণ »