[wpusb]
এমপি শাওন এর নির্দেশে বদরপুরের মরহুম সুলতান আহম্মেদ শিকদারের চেহলাম অনুষ্ঠিত।
Tuesday, September 1, 2020

দ্বীপ বন্ধু পরিষদের আয়োজনে দ্বীপবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের নির্দেশক্রমে শ্যামলী ২ কাজী অফিস ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, পবিত্র ১০ ই মহরম,মরহুম সুলতান আহম্মেদ শিকদার ভাই এর চেহেলাম, নানক ভাই এর ছেলে মরহুম সায়েম,আমার অভিভাবক প্রিয় ভাই, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় এর পিতা মাতা, শেখ বজলুর রহমান ভাই এর ওয়াইফ ও মরহুম হাজী বেলায়েত হোসেন খান এর জন্য মিলাদ দোয়া ও ১২০০ প্যাকেট তোবারক বিতরণ করেছি। সার্বিক ব্যাবস্থাপনায়,৷ আবদুল হক সজিব ( আহবায়ক) ঢাকাস্থ দ্বীপ বন্ধু পরিষদ, ও এান ও সমাজ কল্যাল সম্পাদক শেরেবাংলা নগর থানা আওয়ামীলীগ।
Categories:নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম
Tags:
- « ভিক্টোরিয়ায় গত দুই মাসে সংক্রমণ বৃদ্ধি।
- অস্ট্রেলিয়ান নাগরিক এবং দেশটির একজন প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপককে আটক করেছে চীন। »