এবার সাউথ অস্ট্রেলিয়ার ব্যবহৃত পানিতে করোনার নমুনা সনাক্ত।
Sunday, September 6, 2020

দক্ষিণ অস্ট্রেলিয়া অ্যাডিলেডে ব্যবহৃত পানির মধ্যে কোভিড-১৯ সনাক্ত হয়েছে এবং এর ফলে রাষ্ট্রের জনসাধারণকে কোভিড-১৯ এর লক্ষণগুলির প্রথম লক্ষণে পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে।

সাউথ অস্ট্রেলিয়ার চিফ হেলথ অফিসার নিকোলা স্পুরিয়ার বলেছেন, পানিতে পাওয়া নমুনার উৎস সনাক্ত করা প্রায় অসম্ভব হলেও এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা যে কোভিড ১৯ আমাদের রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাইনি।

রাষ্ট্রটিতে ১২ দিনের মধ্যে প্রথম নতুনভাবে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, যিনি হলেন একজন ২০বছর বয়সী মেলবোর্নের মহিলা। বর্তমানে তিনি সাউথ অস্ট্রেলিয়াতে আইসোলেশনে আছেন।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত,মৃত্যুর সংখ্যা ১।
- তরুণরাই আগামীর ভবিষ্যৎ:সায়মা ওয়াজেদ »