এবার করোনায় নিউজিল্যান্ডে প্রথম মৃত্যু।
Saturday, April 18, 2020

নিজস্ব প্রতিনিধি
নিউজনাউ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউজিল্যান্ডে একজন নারী মারা গেছেন। এটি এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির এটিই প্রথম মৃত্যু। দেশটিতে নতুন করে আরও ৬৩ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১৪। রবিবার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাসলে ব্লুমফিল্ড এ তথ্য জানিয়েছেন।
ব্লুমফিল্ড জানিয়েছেন, ৭০ বছরে বয়সের এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্তের প্রথম দিকেই তাকে শনাক্ত করা হয়েছিল। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত ২৫ মার্চ মধ্যরাত থেকেই সম্পূর্ণ লকডাউন শুরু হয় নিউজিল্যান্ডে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জেসিন্ড আর্ডান দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেন।
Categories:আন্তর্জাতিক
Tags: