এবারের হজ পালনে জারি করা হয়েছে যেসকল নিয়মাবলী

গত বছর সংক্ষিপ্ত পরিসরে হজ পালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসা করছে এবার সবার অংশগ্রহণে হজ পালিত হবে। তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে তারা।
জানা যায়, বিশ্বজুড়ে এখনো বিরাজ করছে করোনা আতঙ্ক। মহামারি করোনার এই আবহে ২০২১ সালের হজ প্রোটোকল ঘোষণা করেছে সৌদি আরব। এ বছরের হজ প্রোটোকলে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে এ বছর শুধু ১৮-৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।

হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এ ছাড়া সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনা ভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া সৌদিতে পৌঁছানোর পর হজ যাত্রীদের ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে। সেই টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার পর তবেই কোয়ারেন্টিন শেষ হবে।

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। তবে এই করোনা কালে সৌদি সরকার বাংলাদেশ থেকে কতজনকে হজ করার অনুমতি দেবে সেটাই এখন দেখার বিষয়।
সূত্র : ভয়েস অব আমেরিকা

- « সিডনিতে নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘হারমনি ডে’ পালিত
- লকডাউন বা সাধারণ ছুটি নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ালে কঠোর ব্যবস্থা। »