কলমে: শাহান আরা হোসাইন
মেরী।
একটা সুবিস্তৃত লম্বা
কবিতা দেবে আমায়!
দৈর্ঘ্যে হবে আকাশ ছোঁয়া,
সীমান্ত ছাড়াবে প্রস্থেও,
যা পড়তে পড়তে
কাল হবে উত্তীর্ণ কালান্তরে।।
একটা গভীর গহীন
কবিতা চাই আমার!
যা জীবনের পরতে পরতে
ছড়াবে জল জোছনা।
ভালোবাসার পলি ঝরবে
সেই কবিতা থেকে!
সৃষ্টি হবে বিশ্বাসের এক
নিটোল দ্বীপ,
ভালোবাসার এক স্বতন্ত্র রাজ্য।।
একটা সতেজ সজীব
কবিতা লিখবে আমার জন্য !
শুধু আমায় জন্য।
যে কবিতা এনে দেবে-
একটি সোনালী ভোর,
যা পাখির গানে হবে মুখরিত
দিগন্ত জোড়া আকাশ-নীলে-
ছন্দময় ডানায় করবে
আনন্দ মিছিল প্রভাত ফেরিতে।
একটা কোমল স্নিগ্ধ
কবিতা চাই আমার!
যা মাধবী আর হাসনা হেনার সৌরভে,
মিশে ধানের শীষে গন্ধ মাতাল গৌরবে,
মিষ্টি হিমেল মৃদুমন্দ সমীরণে
ওড়াবে এলোমেলো চুল।
অনন্ত! নির্মল একটা
কবিতা চাই আমার!
যা দেবে শিশির ভেজা ঘাসে-
পা ডুবিয়ে হারাতে মিষ্টি সকাল!
যা সিন্ধু সেঁচে মুক্তো এনে দেবে-
চাঁদনি পসর বৃত্তমালা,
যা ঢেউয়ে ঢেউয়ে ভাসিয়ে নেবে
আকাশ ছোঁয়া নীলদিগন্তে ।।
অনন্ত! একটা স্বপ্ন বিভোর-
কবিতা দেবে আমায়!
রোদ বৃষ্টির মেঘলা দিনে
রংধনুর রঙে রাঙাতে-
আদি অন্ত এই জীবন!
ছন্দে আনন্দে জ্বালাতে প্রদীপ!
লিখবে এমন একটা কবিতা!
শুধু আমার জন্য!!