এই বছরও হজ্বে অংশ নিতে পারছেনা বাংলাদেশীরা।
Sunday, June 13, 2021

এবারও হজ্বে অংশ নিতে পারছেনা বাংলাদেশীসহ বিদেশী নাগরিকরা।সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে অংশ নেবেন ৬০ হাজার হজ্ব পালনকারী। করোনা অতিমারির কারণে সৌদি হজ ও ওমরাহ্ সংক্রান্ত মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের হজে মাত্র ১ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তারা ছিলেন সৌদি আরবে আগে থেকেই অবস্থানরত। বিশেষত বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আমন্ত্রণের ভিত্তিতে সেবার হজ করার সুযোগ দেওয়া হয়। অংশ নেওয়াদের দুই তৃতীয়াংশই ছিলেন সৌদি আরবে থাকা বিদেশি নাগরিক, যারা ১৬০টি আলাদা জাতিগোষ্ঠীর সদস্য। আর এক তৃতীয়াংশ ছিলেন সৌদি নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মী।
সুত্র : আল আরাবিয়া
Tags:
- « তুরস্কে বিলিয়ন ডলারের সোনার খনি আবিষ্কার
- সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের নতুন পাবলিক অফিসার নিয়োগ »