উৎসর্গের আয়োজনে নাজিরহাট কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন

সালাউদ্দীন মুন্না/ হাটহাজারী প্রতিনিধিঃ”রক্তের গ্রুপ রাখি জেনে, জীবন বাঁচাতে রক্ত দেবো প্রয়োজনে এ প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তদানে উৎসাহ প্রদান, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্য নাজিরহাট কলেজ ক্যাম্পাসে আজ বুধবার ২২ জানুয়ারী সকাল ১০;৩০ টা আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ নুরুল হুদা উদ্বোধন করেন। উদ্বোধক তার বক্তৃতায় বলেন- এখনই রক্ত প্রয়োজন। রক্তের গ্রুপ জানা থাকলে সাথে সাথে রক্ত দিতে পারলাম। মানুষটার জীবন ও বাঁচল। তরুনদের এ কাজ প্রশংসনীয়। ব্লাড গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম।আরো বক্তব্য রাখেন উৎসর্গের সিনিয়র উপদেষ্টা ও প্রাক্তন শিক্ষার্থী সাইদুল আলম, সভাপতি আতাউর রহমান রবিন, সহ-সভাপতি তহিদুল আলম জিসান, সাধারণ সম্পাদক ইরফানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দীন, তথ্য প্রযুক্তি সম্পাদক হাকিম। আরো উপস্থিত ছিলেন আরফাতুল আসিফ, শিমু, শোয়েব, উম্মে হাবিবা, রনি, সায়মা সুলতানা,রনি, মিনহাজ, বাহালুল, নাইমুর, আজগর, আসিফ প্রমুখ।পরিচালক ইউছুপ ইমতিয়াজ জিসানের নেতৃত্বে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অংশগ্রহণ করেন হাটহাজারী ব্লাড ব্যাংক টিম সদস্য আব্বাস, ওমর ফারুক, ইয়াছিন, রাফি কায়সার, এমদাদ হোসেন, মিজান, বেলাল, সিজান, সকাল ১০;৩০ টা থেকে শুরু হয়ে এক নাগাড়ে বিকাল ৩;৩০ টা পর্যন্ত ৩১৫ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। ২২-০১-২০২০ ইং।
- « সিডনির লাকেম্বায় ঐতিহ্যবাহী মেজবান ১৬ ফেব্রুয়ারি
- সন্দ্বীপে দাভোস দিবস উপলক্ষে নারীর কাজের ঝুঁকি হৃাসের জন্য জনসচেতনতা মুলক পথ নাটক »