[wpusb]
উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ।
Saturday, February 27, 2021

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২০২৬ সাল নাগাদ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ।
শুক্রবার রাতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি-সিডিপি ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় মূল্যায়ন শেষে এই ঘোষণা দেয়া হয়।
মাথা পিছু আয়, মানবসম্পদ উন্নয়নসহ কয়েকটি সূচকে উন্নত হওয়ায় উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়েছে। একই সাথে সুখবরটি আজ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া জাতিসংঘের এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করলো। তলাবিহীন ঝুড়ির তকমা ঘুচিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন হতে যাচ্ছে।
Tags:
- « আরো একটি করোনা ভ্যাক্সিন অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
- মিয়ানমারের বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে ২ জন নিহত »