উখিয়ার ‘গরিবের ডাক্তার’ খ্যাত জাগির হোসাইন -এর ইন্তেকাল।
Sunday, April 25, 2021

‘গরিবের ডাক্তার’ বলে খ্যাত উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার নিবাসী প্রবীণ চিকিৎসক হাজ্বি জাগির হোসাইন (প্রকাশ ডা. জাগির হোসাইন) আর নেই। (ইন্নানিল্লাহে……রাজেউন)
রবিবার (২৫ এপ্রিল) রাত ১২টার সময় কক্সবাজার সদর হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় তিনি মারা যান।
গত বুধবার (১৪ এপ্রিল) এর লো-প্রেসার এবং অক্সিজেন ফ্লু কম থাকায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।
২২ এপ্রিল (বৃহস্পতিবার) তার স্বাস্থ্যের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নিয়ে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও রবিবার রাত ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ ও নাতি-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ডাক্তার জাকির হোসাইন স্বাধীনকন্ঠ টিভির রিপোর্টার এন এইচ নিরবের পিতা।
Tags:
- « করোনায় বিএনপি নেতা ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যু
- চীনের সাথে সাক্ষরিত ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ‘ চুক্তি বাতিল করলো অস্ট্রেলিয়া »