ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে,আবার লকডাউনে জার্মানি ও ফ্রান্স।
Thursday, October 29, 2020

ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। সেখানে করোনার দ্বিতীয় বারের মত আঘাত হেনেছে। অনেক দেশ কঠোর লকডাউনে চলে যাচ্ছে। এর মধ্যে রয়েছে জার্মানি আর ফ্রান্সের নামও। গতকাল বুধবার করোনার সংক্রমণ রোধে জার্মানি পানশালা ও রেস্তোরাঁ বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফ্রান্স জনগণের চলাচল সীমিত করতে কঠোর নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপের দেশগুলোর সরকারকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যৌথ কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।

ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তবে আমরা প্রত্যেকে যদি দায়দায়িত্ব গ্রহণ করি তবে ভাইরাসের বিস্তার কমিয়ে আনতে পারবো বলে তিনি জানান।
Categories:আন্তর্জাতিক
Tags: