ইউক্রেনের উপর হামলা শুরু করেছে রাশিয়া ; ইউক্রেন প্রেসিডেন্ট।

ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তারা ইউক্রেইনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে, তবে কোনো শহরের ওপর হামলা করার অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া হামলার নিন্দা জানিয়েছেন।
এক টুইট বার্তায় ন্যাটো মহাসচিব বলেন, হামলার কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।

তিনি বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো রাশিয়ার নতুন হামলা নিয়ে আলোচনায় বসবে।
সুত্র : বিবিসি, রয়টার্স
- « ইউক্রেন সংকট!রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো জোরদার করছে অস্ট্রেলিয়া
- নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল »