আস্থা ভোটে টিকে গেলেন ইমরান
Saturday, March 6, 2021

পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে শেষ পর্যন্ত টিকে গেলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল ১৭২ ভোট, তিনি পেয়েছেন ১৭৮ ভোট। মাত্র ছয় ভোটে জিতে নিজের প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখলেন তিনি।

তবে বিরোধীদল এই ভোটের ফলাফল বর্জন করেছে। সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে এ সপ্তাহের প্রথমদিকে হেরে যাওয়ার পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন।
সুত্র :রয়টার্স

Categories:আন্তর্জাতিক
Tags:
- « নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত।
- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতি নিখোঁজে ডেপুটি জেলার ও ২ কারারক্ষী প্রত্যাহার »