আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি সহযোগিতায় ত্রান বিতরন
Sunday, May 10, 2020

ঢাকাস্হ দীপ বন্ধু পরিষদের পক্ষে ও আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি সহযোগিতায় ত্রান বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।দীপ বন্ধু পরিষদ ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছে খেটে খাওয়া রিক্সা চালক, মানুষের মুখে দুই মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। দরিদ্র মাঋে মাক্স, হেন্ড গ্লাভস, হেন্ড সেনিটাজার সেভলন ও এান সামগ্রী বিতরণ করা হয়।

এজন্য তারা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় কে সার্বিক সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানানো হয়।এ ত্রান কার্যক্রম পরিচালনা করেন আবদুল হক সজিব -এান ও সমাজ কল্যান সম্পাদক- শেরেবাংলা নগর থানা আওয়ামীলীগ। ১০-০৫-২০২০ ইং
Categories:বাংলাদেশ
Tags:
- « সারা বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত, আতংক নয় প্রয়োজন সচেতনতা
- পরিবর্তন ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ »