আরব সাগর থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার

আবদুল আজিজ বাশা/আরব প্রতিনিধিঃআরব সাগর থেকে মুহাম্মদ ইদ্রিছ নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে।জানা গেছে, গত ১১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় গাড়ি উল্টে আরব সাগরে ভেসে গিয়েছিলেন ইদ্রিছ। ছয় দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার তার লাশ পাওয়া যায়।এক বছর আগে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে যান তিনি। শনিবার গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে গাড়িটি উল্টে ভেসে যাচ্ছিল। তখন গাড়ি থেকে লাফিয়ে পড়েন ইদ্রিছ। সেখান থেকে ভেসে সাগরে চলে যান।অবশেষে ছয় দিন নিখোঁজ থাকার পর আরব সাগরের ওমান সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মুহাম্মদ ইদ্রিছের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে। তার পিতার নাম আহমদ জলিল।১৯-০১-২০২০ ইং
- « সন্দ্বীপে এম হোসাইন শিশু মেধাবৃত্তি প্রদান ও ১৫ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন
- দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা »