‘আমি বিশ্বাসের মর্যাদা রাখবো’-বিজয়ী হওয়ার পর টুইট বার্তায় বাইডেন
Sunday, November 8, 2020

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের খবরের পর আবেগময় টুইট করেছেন জো বাইডেন। নিজের ভেরিফায়েড অ্যকাউন্টে টুইটবার্তায় জো বাইডেন বলেন, ‘আমেরিকা, তুমি আমাকে মহান দেশের নেতৃত্ব দেয়ার জন্য পছন্দ করেছো, এজন্য আমি সম্মানিত। আমি সবাইকে নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাব।

আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি অঙ্গীকার করছি যে, যে আমাকে ভোট দিয়েছেন অথবা দেননি- আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট। যে বিশ্বাসে আমাকে এই উচ্চকিত আসনে অধিষ্ঠিত করেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। ‘

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টানটান উত্তেজনায় ফলাফলের জন্য নেভাদা আর জর্জিয়ার দিকে সবার নজর থাকলেও শেষ পর্যন্ত পেনসিলভানিয়া দিয়েই আমেরিকা জয় করলেন বাইডেন।

Categories:আন্তর্জাতিক
Tags:
- « যুক্তরাষ্ট্রের ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
- অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে” ঊনপঞ্চাশ বাতাস” »