আমিরাত থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট ১মে পযর্ন্ত স্থগিত

ওবায়দুল হক মানিক আমিরাত থেকেঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ মে পর্যন্ত আমিরাত থেকে ঢাকাগামী সকল ফ্লাইট স্থগিত করেছ!
করোনাভাইরাস এর কারণে বিশ্বের অনেক দেশই আজ অঘোষিত বিচ্ছিন্ন হয়ে আছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে দেশে ফ্লাইট স্থগিত করা হচ্ছে। একই কারণে বিমান বাংলাদেশ ইয়ারলাইন্স দুবাই-ঢাকা আকাশপথ স্থগিত রেখেছে। এই বিষয়ে বিস্তারিত জানান দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী প্রতিবেককে জানান, “সার্বিক পরেস্হিতির কারণে বিমানের বাংলাদেশগামী সকল ফ্লাইট ০১ মে এবং বাংলাদেশ থেকে সকল ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে । ২০ মার্চ থেকে এই সময়ে আসন-সংরক্ষিত সকল টিকেট বিমান চলাচল শুরু হলে টিকেট ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোন রকমের অতিরিক্ত ফি দিতে হবে না !”তিনি আরো বলেন, ‘দুবাইস্থ বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে 042220366 রবিবার- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।’ ১২-০৪-২০২০ ইং
- « বাংলাদেশিদের পাশে আমিরাতের শেখ পরিবারের প্রতিষ্ঠান ‘তাফ-হিম’ সেন্টার
- বাংলাদেশিসহ ব্রিটেনে সংখ্যালঘু ডাক্তারদের বেশি মৃত্যুর তদন্ত দাবি »