আমিরাতে রাস্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ওবায়দুল মানিক হক আমিরাত থেকেঃসংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান বলেছেন, আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হযেছে, শীঘ্রই ভিসা সমস্যার সমাধান হবে। দীর্ঘ আট বছর ধরে বন্ধ থাকা দেশীয় শ্রমিকদের ভিসা ও ভিসা পরিবর্তন চালু হবে। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আগামী মার্চ মাস নাগাদ বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ সফর করবেন। তিনি গত শনিবার(১৮/১/২০২০) আমিরাতের সর্ববৃহৎ সংগঠন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিদায় সম্বর্ধনায় সম্বর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জায়েদ ভার্সিটির অধ্যাপক ডঃ হাবীবুল হক খন্দকার, দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিজানুর রহমান। এসময়ে সংগঠনের সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমুর সূচনা বক্তব্যের পর মোহাম্মদ জামশেদ আলম, মউন উদ্দিন, গোলাম কাদের ইফতি, জাহাঙ্গীর কবির বাপ্পী, আলাউদীন, মোহাম্মদ জমির হোসেন, মোহাম্মদ আইয়ুব খান, জাকির হোসেন জসিম, আজিমউদ্দিন সিকদার,আবদুল কাদের সিদ্দিকী, জনাতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম, ইনজিনিয়ার আশীষ কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদায়ী রাস্ট্রদূত আরো বলেন, তিনি দূতাবাসের সেবার মান উন্নয়নের পাশাপাশি এমআরপি বিতরন আর আমিরাত ঘোষিত সাধারন ক্ষমায় অবৈধ দেশীয় অভিবাসীদের বৈধ করণের মত চ্যালেন্জিং কাজ সবার সহযোগিতা নিয়ে সুচারুভাবে সম্পন্ন করেছেন। অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল বিদায়ী রাস্ট্রদূতের বিভিন্ন কাজকর্মের কথা উল্লেখ করে বলেন, বিদায়ী রাস্ট্রদুত ডাঃ মোহাম্মদ ইমরান সকলের একজন সত্যিকারের প্রবাসবান্ধব কাছের মানুষ ছিলেন। ২২-০১-২০২০ ইং।
- « সন্দ্বীপে দাভোস দিবস উপলক্ষে নারীর কাজের ঝুঁকি হৃাসের জন্য জনসচেতনতা মুলক পথ নাটক
- Three firefighter dead after Large Air Tanker crashes while fighting bushfires in southern NSW »