আমিরাতের কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সম্মাননা পান বাংলাদেশি যুবক
Friday, January 24, 2020

ওবায়দুল হক মানিক আমিরাত থেকে :সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সম্মাননা লাভ করেন দিলিপ ভাওয়াল নামের এক বাংলাদেশি যুবক।গত ১৩ ডিসেম্বর ৩০ হাজার দিরহাম ( প্রায় ৭ লক্ষ টাকা) ফেরত দিয়ে এই সম্মাননা লাভ করেন। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর মঙ্গলবার হনেস্ট এম্পলয় এর এডভাইজার ইউসুফ আল আব্রি তাকে সততার স্মারক তুলে দেন। যা আবুধাবি পুলিশ ডিপার্টমেন্টের নিজস্ব ম্যাগাজিনে প্রকাশ হয়।গর্বিত প্রবাসী বাংলাদেশি দিলিপ ভাওয়াল (৩০) আবুধাবিতে একটি প্রতিষ্ঠানে কর্মরত। দেশের বাড়ি ফরিদপুর জেলার চাঁদপুর ইউনিয়নের চত্তর সেন পাড়ায়। ২৩-০১-২০২০ ইং
।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « সন্দ্বীপে আজিমপুর ইউনিয়ন স্যানিটেশন টাস্কফোর্স এর সভা অনুষ্ঠিত
- তিন লিজেন্ড শিল্পীর গান নিয়ে solar world এর সংগীত আয়োজন »