আবারো লকডাউনে চীন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে এক কোটি ১০ লাখ মানুষের বসবাসের একটি শহর লকডাউনের আওতায় আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের হুবেই প্রদেশের শিজিয়াঝুয়াং-এ ১১৭ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।

এছাড়া পার্শ্ববর্তী জিংটাই শহরে নয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ওই শহরও লকডাউন করে দেওয়া হয়েছে। শিজিয়াঝুয়াংয়ের বাসিন্দাদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। সেখানকার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রাট, ট্রেন বন্ধ করে দিয়ে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী জিংটাই শহরে নয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ওই শহরও লকডাউন করে দেওয়া হয়েছে। শিজিয়াঝুয়াংয়ের বাসিন্দাদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। সেখানকার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রাট, ট্রেন বন্ধ করে দিয়ে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুনভাবে আক্রান্তদের মধ্যে ৬৭ জনের কোনো উপসর্গ দেখা যায়নি। গত বুধবার শিজিয়াঝুয়াংয়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এদিকে গত বুধবার চীনে মোট ১২৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত বছরের অক্টোবরের পর এটা সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।

গতকাল বৃহস্পতিবার শিজিয়াঝুয়াংয়ে ৬৬ জন করোনা রোগী পাওয়া যায়। হুবেই প্রদেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সেখানকার দুই শহর লকডাউন করে দেওয়া হয়েছে।
- « করোনার নতুন স্ট্রেইন সনাক্ত হওয়ায় লকডাউন করা হল ব্রিসবেন শহর
- উরকিরচর ১২নং ইউনিয়নের দায়িত্ববান চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার কে জন্মদিনের শুভেচ্ছা। »