আবারও লকডাউনে ইংল্যান্ড
Tuesday, January 5, 2021

ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন জাতির উদ্দেশ্যে জরুরী এক বার্তায় বলেছেন, পুরো ইংল্যান্ডকেই লক ডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, বর্তমান যে পরিস্থিতি তাতে ব্রিটেনের টিয়ার ৫ এর বিধি নিষেধ আরোপ করা উচিত। কিন্তু ভ্যাকসিন প্রক্রিয়া চলমান থাকায় তিনি আশাবাদী পরিস্থিতির উন্নতি ঘটবে।

৮ মিনিটের ভাষণে তিনি বলেন, নাগরিকরা বাসায় থেকে কাজ করবেন।
একমাত্র জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারবেন না।
জরুরী প্রয়োজন বলতে জনসন বলেন, প্রয়োজনীয় বাজার করা, যে কাজ বাসা থেকে করা যাবে না সেটা, কোভিড পরীক্ষা মতো জরুরী স্বাস্থ্য সহায়তা, পার্কে ব্যায়াম করা এবং পারিবারিক নির্যাতনের শিকার হলেই বের হওয়ার অনুমতি রয়েছে।

Categories:আন্তর্জাতিক
Tags:
- « জ্যাক মা কোথায়?
- ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ। »