আজ ঐতিহাসিক ৭ মার্চ।

ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবোজ্জ্বল এক দিন।
বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য সাধারণ মূহুর্ত ছিল এটি। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দানে) গুলি আর মৃত্যুভয় উপেক্ষা করে লাখো বাঙালি জমায়েত হয়েছিলেন। সেই জনসমুদ্রের সামনে বজ্রকণ্ঠের যে ভাষণ দিলেন, তা আজ শুধু বাংলাদেশের মানুষের একার নয়, বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে গেছে। মুক্তিকামী মানুষের কাছে এই ভাষণ প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর অমর সেই ভাষণ আজও কোটি কোটি মানুষকে উদ্দীপ্ত করে। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের পথ দেখায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তাল জনসমুদ্রের মাঝে দাড়িয়ে এই দিনে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
- « ফিনলে T-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ট্রফি ২০২২-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত! চ্যাম্পিয়ন ফিনলে চা
- নিউ সাউথ ওয়েলসে বন্যায় ঘর ছাড়তে হবে ৬০ হাজার বাসিন্দাকে »