নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে পরাজয়ের শঙ্কা থেকেই রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি করেছে আর্মেনিয়া। আর এতেই খেপেছে দেশটির সাধারণ মানুষ।
তারা এই চুক্তিকে পরাজয় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেছেন। এই দাবিতে কয়েকদিন ধরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে।
এমনকি বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা পর্যন্ত চালিয়েছে। খবর রেডিও ফ্রি ইউরোপ। রাশিয়ার মধ্যস্থতায় শান্তির চুক্তির আওতায় আর্মেনিয়া নাগারনো-কারাবাখ অঞ্চল ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর সেখানের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার সেনাবাহিনী আগামী পাঁচ বছর অবস্থান করবে।