আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে সকল সরকারি ও বেসরকারি ব্যাংক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকল ব্যাংক বন্ধ ঘোষণা। এ সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

লকডাউন চলাকালীন সময়ে ব্যাংকের লেনদেন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে বিকেলে বাংলাদেশ ব্যাংকে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, লকডাউন চলাকালীন সময়ে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থল ও নৌ বন্দরে ব্যাংকের শাখা খোলা রাখা যাবে। একই সঙ্গে কোন ব্যাংক যদি মনে করে নির্দিষ্ট কোন এডি শাখা খোলা রাখা দরকার, তাহলে স্ব বিবেচনায় সে শাখাটি নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখা যাবে। এডি শাখার সঙ্গে সম্পৃক্ত প্রধান কার্যালয়ের বিভাগগুলো সীমিত জনবল দিয়ে সচল রাখা যাবে বলে সিরাজুল ইসলাম জানিয়েছেন।
- « সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের নির্বাচন আগামী ২০শে জুন
- খালেদা জিয়া সহ ফিরোজা ‘র সবাই করোনায় আক্রান্ত। »