আগামী সপ্তাহের যে কোন দিন এইচএসসি পরীক্ষার রুটিন ঘোষণা হবে।
Wednesday, September 30, 2020

শিক্ষামন্ত্রী আজ বুধবার শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি সাংবাদিকদের সাথে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মিলিত হন।সাংবাদিকদের মন্ত্রী বলেন,আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারের মধ্যে এইচএসসি বা সমমানের পরীক্ষার তারিখ ঘোষনা করতে পারবো বলে আশা করি। মন্ত্রী বলেন,করোনা ভাইরাসের কারণে ৬ মাস পরে আমরা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি।৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে তা ধরে রাখা যায় না।
তিনি আরও বলেন,আমরা চিন্তাভাবনা করতেছি কতগুলো বিষয় পরীক্ষা নিব এবং দ্রুত সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করে নেওয়া।আমরা পরীক্ষার্থীকে ৪ সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষনা করব। এদিকে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে।মন্ত্রী আরও বলেন,আগামী ৩ অক্টোবরের পরও ছুটি বাড়ছে, তবে কতদিন বাড়ছে সেটা পরে জানিয়ে দেওয়া হবে।
Tags:
- « ভিক্টোরিয়ায় মাস্ক পড়া বাধ্যতামূলক করছে।
- ভিক্টোরিয়ার কোয়ারেন্টাইন হোটেলে ৯ জন নতুন আক্রান্তের ঘটনা তদন্ত করার ঘোষণা। »