আগামীকাল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খুলছে শপিংমল ও দোকানপাট।
Thursday, April 8, 2021

করোনাভাইরাস পরিস্থিতিতে শর্তসাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীরা দোকানপাট খুলে রাখতে পারবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Categories:অর্থনীতি
Tags:
- « বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকা এসেছেন ভারতের সেনাপ্রধান
- করোনা থেকে সুস্থ হওয়া এবং টিকা গ্রহণকারীরাই রমজানে ওমরাহ পালন করতে পারবেন »