অস্ট্রেলিয়ায় হলিউড অভিনেতা টম হ্যান্স সস্ত্রীক করোনাভাইরাস আক্রান্ত
Thursday, March 12, 2020

প্রখ্যাত হলিউড অভিনেতা টম হ্যান্স ও তার স্ত্রী রিটা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ টম শ্যুটিং এর কাজে অস্ট্রেলিয়ার গোলকোস্ট এসেছিলেন৷ জানা যায়, সর্দি কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন৷ পরে চেক করে তাকে ও তার স্ত্রীকে করোনা পজেটিভ ঘোষনা করা হয়৷ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে৷
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « চসিকের স্মৃতি ধরে রাখতে সাধারণ সভায় মেয়রের সেলফি
- দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 🇧🇩 »