অস্ট্রেলিয়ায় ‘ড্রাইভ ইন মুভি শো’এর মাধ্যমে দেখা যাবে ‘পোড়ামন-২’।

রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’। চলচ্চিত্রটি এবার করোনার পরিস্থিতিতে মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।
রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ঘটতে যাচ্ছে প্রথমবারের মতো বাংলা ছবির ‘ড্রাইভ ইন মুভি শো’। এর অন্যতম উদ্যোক্ততা হিসেবে রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপংকর দীপন।২০১৮ সালের রোজার ঈদে দেশে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’। চলচ্চিত্রটি এবার করোনার পরিস্থিতিতে মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।
আগামী ৮ আগস্ট সিডনির ফেয়ার ফিল সেন্টারে এটি মুক্তি পাবে। এমন ব্যতিক্রমী উদ্যোগের পিছনে আছেন দীপংকর দীপন ও অস্ট্রেলিয়া প্রবাসী দুই বাংলাদেশি। তারা হলেন আকাশ আহসান ও ওয়াহিদ সিদ্দিক।
তাদের তৈরি প্রতিষ্ঠান বাংলা ড্রাইভ-ইন মুভি এটি মুক্তি দিচ্ছে।আয়োজনটির টিকেট বিক্রি হবে ক্রেজী টিকেটসের মাধ্যমে। একটি টিকেটে একটি গাড়ী প্রবেশ করতে পারবে। সোমবার (২৭ জুলাই) বিকাল ৬টায় একটি অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি, চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পুজা চেরি এবং গায়ক ইমরান। এছাড়া এতে বিডিএমের উদ্যোক্তরাও উপস্থিত ছিলেন।