অস্ট্রেলিয়ার সিডনিতে সম্মাননা পেয়েছেন বাংলাদেশী চমন রহমান।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সঙ্কটকালীন সময়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশীদের মধ্যে “ফুড শেয়ারিং প্রজেক্ট” এর মাধ্যমে সংকটে পড়া শত শত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নভাবে সহায়তা করায় সম্মাননা পেয়েছেন ব্রান্ডিং বাংলাদেশ নামের অর্গানাজেশনের সদস্য বাংলাদেশী কমিউনিটি অন্যতম পরিচিত মুখ সিলেটের কৃতি সন্তান চমন রহমান।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের ইস্ট হলিস এলাকার সরকারদলীয় এমপি উওয়েন্ডি লিন্ডসে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বাংলাদেশের কম্যুনিটির কয়েকজন স্বেচ্ছাসেবী নিজেদের উদ্যোগে লাকেম্বায় নিয়মিত খাবার বিতরণ করেন৷ আওয়ামী লীগ নেতা নোমান শামীমের তত্বাবধায়নে, মডেল সালমিন তানহা, আলী আশ্রাফ হিমেল, শাহ নেওয়াজ আলোসহ আ প্রায় ২০জন স্বেচ্ছাসেবকের সাথে কাঁধ মিলিয়ে চমন রহমান এই স্বেচ্ছাসেবার কাজটি করেন৷ এর আগে সিডনির অন্যান্য স্বেচ্ছাসেবকদেরও ওয়েন্ডি লিন্ডজে এম পি ও স্থানীয় কাউন্সিল থেকে পুরস্কার দেয়া হয়৷
উল্লেখ্য, চমন রহমান, গৌতম পাল, আস্রাফ মাসুদ, বাবুল হাসান বাবু প্রতিদিন প্রায় আড়াইশ মানুষের খাবার রান্না করেন৷