অস্ট্রেলিয়াজুড়ে লকডাউনবিরোধী বিক্ষোভ।
Sunday, September 6, 2020

অস্ট্রেলিয়ার দেশজুড়ে শত শত মানুষ রাস্তায় নেমে করোনাভাইরাস প্রতিরোধে জারি সরকারি লকডাউন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় সরকারি নির্দেশ অমান্যের দায়ে কয়েখ ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

অস্ট্রেলিয়ায় করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে পরিচিত মেলবোর্নে প্রায় তিনশ মানুষ শহরের চারদিকে গত এক মাস ধরে জারি কঠোর লকডাউন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ ছাড়া সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড এবং পার্থের মতো বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ করেছেন লকডাউন বিরোধী মানুষজন।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল কিছু দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। তবে গত দুই মাসে সেখানে আক্রান্ত তিনগুণ বেড়ে এখন ২৬ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে যে ৭৪৮ জন মারা গেছে এর মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে গত দুই মাসে। এ জন্য নতুন করে দেশটিতে জারি হয়েছে লকডাউন নিষেধাজ্ঞা।

Categories:অস্ট্রেলিয়া
Tags: