অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপিকা আখতারের ইন্তেকাল

অস্ট্রেলিয়া প্রবাসী অবসরপ্রাপ্ত শিক্ষিকা রায়হানা আখতার (৭০) ইন্তেকাল করেছেন। গত ২৭ জানুয়ারি ভোর সাড়ে চারটায় সিডনির ওয়েস্টমিড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷ মরহুমার মৃত্যুর সংবাদে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
রায়হানা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি,এস,এস (অনার্স) এম,এস,এস সম্পন্ন করেন। তারপর তিনি দিনাজপুর আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় ২০ বছর শিক্ষকতা করেছেন। সবশেষে সহকারী অধ্যাপিকা পদ ছেড়ে দিয়ে সিডনিতে ২০০১ সাল থেকে বসবাস শুরু করেন।

তার দেশের বাড়ি দিনাজপুর সদরে। তিনি সিডনিতে কিংসউডে বসবাস করতেন। মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিডনি সময় বেলা ১১টায় রকউড সিমেট্রিতে অনুষ্ঠিত হয়েছে।
রায়হানা আখতার মৃত্যুকালে সিডনিতে মেয়ে কিশোয়ারা আক্তার কাকলী ও ছেলে তানভীর রায়হান রাইন এবং মেয়ের জামাই আলমগীর ইসলাম বাবুসহ নাতি নাতনি রেখে গেছেন। তার ছেলে তানভীর রায়হান রাইন তার মায়ের পরকালের শান্তির জন্য দোয়া প্রার্থনা করতে সিডনিবাসী সহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

- « বাংলাদেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু। প্রথম টিকা নিলেন নার্স রুনু
- যেভাবে দেখবেন এইচএসসি’র ফলাফল! »