অস্ট্রেলিয়া(সিডনি) প্রবাসী কৃষিবিদ মো.নোমানী’র ছেলের মর্মান্তিক মৃত্যু।
Monday, December 14, 2020

সিডনিতে বসবাসরত বাংলাদেশী কম্যুনিটির পরিচিত ব্যক্তিত্ব কৃষিবিদ মো.নোমানী ‘র প্রথম সন্তান মো. সাহেদ এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল Wollngong Sanctuary Point এর পানিতে সাহেদের মরদেহ পাওয়া যায়। আর চারজন বন্ধুসহ সেখানে বেড়াতে গিয়েছিল সে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের আইন শাস্রের মেধাবী ছাত্র মো.সাহেদ অত্যন্ত বিনয়ী ও স্বজ্জন হিসেবে সবার নিকট পরিচিত ছিল। মো.নোমানী ‘র দুই ছেলের মধ্যে বড় মো.সাহেদের মৃত্যুতে কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Tags:
- « বায়তুল মোকাররমে আল্লামা কাসেমীর জানাজা সম্পন্ন।
- শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে : প্রধানমন্ত্রী »