অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস-এ বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত।
Friday, November 6, 2020

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দুই জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে অরেঞ্জ রিজিওনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। মধ্য পশ্চিমের কারকোয়ারে বিধ্বস্ত হয় বিমানটি। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, বিমানে থাকা দুই জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী।

চিফলে ডিস্ট্রিক পুলিশ এই ঘটনার তদন্ত করছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
Tags: