অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে কোটি কোটি ইঁদুরের উতপাত।
Saturday, May 29, 2021

ইঁদুরের উতপাত মহামারী আকার ধারণ করেছে নিউ সাউথ ওয়েলস এ। ঘর বাড়ি থেকে শুরু করে হাসপাতাল, কৃষি খামার দোকান পাট সর্বত্র ইঁদুরের রাজত্ব। হাজার বা লাখ নয় কোটি কোটি ইঁদুরের বিচরণ রাজ্যটিতে। কৃষি খামার আর গুদামে বেশী আস্তানা গেড়েছে এই ক্ষতিকর প্রাণীটি।

উপায়ন্ত না দেখে ভারত থেকে ৫ হাজার লিটার নিষিদ্ধ বিষ আমদানির অনুমতি দিয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার। নিয়ন্ত্রণে আনা না গেলে এই মৌসুমে রাজ্যের ১ বিলিয়ন ডলারের ফসল খেয়ে ফেলতে পারে এই ক্ষুদ্র প্রাণীটি। শুধুমাত্র ভারী বৃষ্টি ইঁদুরের এই মহামারীর হাত থেকে তাদের বাচাঁতে পারে বলে মনে করছে নিউ সাউথ ওয়েলস -এর বাসিন্দারা।
Tags: