অস্ট্রেলিয়ায় ‘শ্রেষ্ঠ সৃজনশীল শিক্ষার্থীর’ পুরস্কার অর্জন করলেন চট্টগ্রামের মেয়ে রুবাইয়াৎ।

অস্ট্রেলিয়ার সেরা বিদেশি শিক্ষার্থীর খেতাব পেয়েছেন চট্টগ্রামের মেয়ে রুবাইয়াৎ সরওয়ার। অর্জন করেছেন ‘শ্রেষ্ঠ সৃজনশীল শিক্ষার্থীর পুরস্কার’। একই সঙ্গে শিক্ষার্থীদের বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আন্তর্জাতিক শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে। রুবাইয়াৎ অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিষয়ে স্নাতকোত্তর করছেন। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড নিয়ে চলতি বছরের শুরুর দিকে পড়তে যান তিনি। স্নাতকোত্তরে এখন পর্যন্ত সব কোর্সে ৯০ শতাংশের বেশি নম্বর তাঁর। পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন ‘গভর্নর অব সাউথ অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড ২০২০’।

রুবাইয়াৎ বড় হয়েছেন চট্টগ্রামে। ড.খাস্তগির সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, ঢাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

রুবাইয়াত এখন আছেন অস্ট্রেলিয়ায়।স্কুলের বন্ধু, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঘনিষ্ঠজনেরা প্রতি মুহূর্তে তাঁকে উৎসাহ দিয়ে যাচ্ছেন।মূলত স্বামী আরিফ আহমেদসহ পরিবারের সবার অনুপ্রেরণাতেই দেশের বাইরে তাঁর পড়তে যাওয়া। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে তিনি স্বপ্নের ডানায় চড়ে উড়ে বেড়াতে চান।