অস্ট্রেলিয়ায় বিরল প্রজাতির হাত ওয়ালা মাছের সন্ধান
Saturday, December 25, 2021

দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ায় বিরল প্রজাতির একটি গোলাপি হ্যান্ডফিশের দেখা মিলেছে। তাসমানিয়ান উপকূলে এর সন্ধান পাওয়া গেছে বলে জানান গবেষকরা। এই মাছে রয়েছে সাধারণ মাছের মতো ফুলকা, আঁশ এবং সাতটি পাখনার সঙ্গে একজোড়া হাতের মতো অঙ্গ। এ দুটি অঙ্গের সাহায্যে সমুদ্রতলে চলাফেরা করে এরা।

খবরে বলা হয়, এর আগে সবশেষ গোলাপি হ্যান্ডফিশ দেখা মিলেছিল ১৯৯৯ সালে। গবেষকরা এটিকে মোট চারবার দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াইয়ে প্রায় হেরে যাওয়ায় গোলাপি হ্যান্ডফিশকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সুত্র : বিবিসি
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় র্যাবের উদ্ধার তৎপরতা
- কক্সবাজারে পর্যটক ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক গ্রেপ্তার। »