অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় চারজন নিহত।
Sunday, December 19, 2021

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার সকাল ৯টার দিকে কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়, ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে আকাশে ওড়ার অল্প সময় পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে একজন উড়োজাহাজটির পাইলট। বাকি তিনজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। উদ্ধারকারীরা দুপুর ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে।
কুইন্সল্যান্ড পুলিশ কর্মকর্তা ক্রেগ হোয়াইট জানান, রেডক্লিফ বিমানবন্দর থেকে ওড়ার পর উড়োজাহাজটি কীভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
Categories:অস্ট্রেলিয়া
Tags: