অস্ট্রেলিয়ায় ফোর্থনাইটলি ১৫০০ ডলার সরকারী সহযোগীতা পাবেন চাকুরীজিবীরা

অস্ট্রেলিয়ায় ফোর্থনাইটলি ১৫০০ ডলার সরকারী সহযোগীতা পাবেন চাকুরীজিবীরা অস্ট্রেলিয়দের মধ্যে এখনও যারা চাকুরী ধরে রাখতে পেরেছেন , তাদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিশেষ করে সকল ফুলটাইমার এই সুবিধা পাবেন। আর ক্যাজুয়ালদের মধ্য থেকে যারা ১২ মাসের বেশি সময় ধরে কাজ করছেন তারাও পাবেন এই সুবিধা।
এর ফলে আগামী ছয় মাস আস্ট্রেলিয়দের আর চাকুরী যাওয়ার ঝুঁকী রইলো না। সরকার এই টাকা কোনো ব্যক্তিকে না দিয়ে সরাসরি প্রতিষ্ঠানকে দিবে। প্রতিষ্ঠানকে টাকা দিতে মাসখানেক সময় লাগলেও তারা আজকে থেকেই হিসেব করে টাকা পাবেন। এজন্য প্রতিষ্ঠানের মালিককে শুধু চাকুরীজিবীদের চাকুরী রাখার ব্যবস্থা করতে হবে। এমনকি বিজনেস লকডাউন হয়ে গেলেও প্রতিষ্ঠান চাইলে এই টাকা সহায়তা নিয়ে তাদের কর্মী ধরে রাখতে পারবেন।
সরকার ১.৩ বিলিয়ন ডলার এই খাতে বরাদ্দ করেছে। ফলে সহসাই চাকুরী হারানোর ঝুঁকী কমে গেলো অস্ট্রেলিয়দের।