অস্ট্রেলিয়ায় ছয় মাস পর্যন্ত ভাড়া বাসা থেকে উচ্ছেদে নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ায় ছয় মাস পর্যন্ত ভাড়া বাসা থেকে উচ্ছেদে নিষেধাজ্ঞা কোভিদ ১৯ ভাইরাসের প্রকোপ পড়েছে বাসা বাড়িতেও। যারা এর প্রভাবে চাকুরী খুইয়েছেন বা আর্থিক কষ্টে আছেন , তাদের বাসা ভাড়া বাকি পড়তে পারে। আর সেক্ষেত্রে ভাড়াটিয়ার সাথে কথা বলে তার সমাধান করতে বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানান, আগামী ছয়মাস পর্যন্ত চুক্তি অনুযায়ী ভাড়াটিয়ারা টাকা দিতে না পারলেও তাদের বাসা থেকে উচ্ছেদ করা যাবে না।
তিনি কমার্শিয়াল ও প্রাইভেট দুই ধরনের বাড়ি ভাড়ার ক্ষেত্রেই এটা প্রযোজ্য বলে জানান। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা বাড়ি ভাড়ার উপরে চলেন , তাদের সমস্যা হবে। তবুও কিছু সমস্যা মেনে নিতে হয়। তিনি বলেন, বাড়িওয়ালাদের উচিত ভাড়াটিয়া ও ব্যাংক এর সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা। কেউ চকুরী হারালে তাকে বাসা থেকে উচ্ছেদ করা কোনো ভাল সমাধান হতে পারে না।