অস্ট্রেলিয়ায় খবর প্রচার ও শেয়ার বন্ধ করে দিয়েছে ফেইসবুক!

অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত একটি নতুন আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে দেশটির ব্যবহারকারীদের জন্য কোনো সংবাদ দেখা বা শেয়ার করার সুযোগ গতকাল বৃহস্পতিবার আটকে দেয় ফেসবুক।

আইনটি পাস হলে নিউজ কনটেন্ট প্রকাশের জন্য অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দিতে বাধ্য হবে ফেসবুক। আইনটির তীব্র বিরোধিতা করছে ফেসবুক। ফেসবুক বলছে, তারা অস্ট্রেলিয়ায় তাদের কার্যক্রম থেকে সংবাদ প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়েছে।
তবে এ নিয়ে ভীত নয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
ফেসবুকের এমন কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

সংবাদ মাধ্যমের পেইজের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য, জ্বালানিসহ বিভিন্ন দপ্তরের পেইজও বন্ধ করে দিয়েছিল ফেইসবুক। অবশ্য পরে তারা দাবি করেছে, সরকারি পেইজ বন্ধ করা হয়েছিল ভুল করে।
অস্ট্রেলিয়ার বাইরে থাকা মানুষরাও দেশটির কোনো গণমাধ্যমের খবর ফেইসবুকে খুঁজে পাচ্ছেন না। ফেইসবুক কর্তৃপক্ষের নাটকীয় এই পদক্ষেপের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।

- « সকল অনলাইন মাধ্যম থেকে আল জাজিরা প্রতিবেদনটি সরাতে হাইকোর্ট এর নির্দেশ
- অস্ট্রেলিয়ার সিডনিতে ১৪ই ফেব্রুয়ারি ২০২১ “ফাগুন হাওয়া ইনক অস্ট্রেলিয়া “ এর আয়োজনে বসন্ত মেলা অনুষ্টিত »