অবশেষে চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করবে চট্টগ্রামের অন্যতম প্রধান দুই সেবা সংস্থা (চসিক) ও (সিডিএ)।

চট্টগ্রামের অন্যতম প্রধান দুই সেবা সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সঙ্গে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে দুই সেবা সংস্থার মধ্যে দূরত্ব রয়েছে উল্লেখ করে এই দূরত্ব কমাতে প্রতিমাসে দুই সংস্থার প্রধানকে নিয়ে একটি বৈঠকের ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন চসিক প্রশাসক সুজন।
নগরের উন্নয়নে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়ে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, ‘আমি আন্তরিকভাবে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দিই। আমরা যদি আন্তরিক হই, তাহলে সমন্বয়ের ক্ষেত্রে কোনো সংকট থাকবে না। নাগরিক দুর্ভোগ যাতে না হয়, সেজন্য আমাদের মধ্যে সমন্বয় থাকা দরকার।
সিডিএ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে চসিক প্রশাসক সুজনই প্রথম দুই সংস্থা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাগিদ দেন। এর জবাবে সায় দিয়ে সিডিএ চেয়ারম্যান দোভাষ সমন্বয় থাকলে সংকট হবে না বলে মত দেন।
- « অস্ট্রেলিয়ায় নিউজ শেয়ার বন্ধের হুমকি দিল ফেসবুক।
- চট্টগ্রামের পতেঙ্গায় কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে তিনজনের মৃত্যু। »