[wpusb]
অবশেষে করোনা মুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Tuesday, November 17, 2020

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের হয়ে পঞ্চম আসরের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছিলেন রিয়াদ। পাকিস্তানে খেলতে যাওয়ার প্রস্তুতি হিসেবে করোনা পরীক্ষা করালে দুই দফা রিয়াদের দেহে ভাইরাসের উপস্থিতি মেলে। এতে ক্রিকেট এবং পরিবার থেকে রীতিমত বিচ্ছিন্ন থাকতে হয়েছে দেশের এই ক্রিকেট তারকাকে।
যদিও রিয়াদের লক্ষণ-উপসর্গ প্রকট ছিল না। তবে নিয়ম মেনে আইসোলেশনেই ছিলেন। পিএসএলে রিয়াদের খেলা হয়নি তার বদলি খুঁজতে হয়েছে দলটিকে। তবে করোনা নেগেটিভ হয়ে রিয়াদ এখন প্রস্তুতি নেবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য, যেখানে তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে।
Tags: