অবশেষে আজ রোববার (৪ অক্টোবর) থেকে ওমরাহ হজের জন্য খুলে দেওয়া হচ্ছে মক্কা ও মদিনা।
Sunday, October 4, 2020

মহামারির কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার অবশেষে রোববার (৪ অক্টোবর) থেকে ওমরাহ হজের জন্য খুলে দেওয়া হচ্ছে মক্কা ও মদিনা। সৌদি সরকার সীমিত পরিসরে ওমরাহ পালনের আবেদন করার জন্য যে অ্যাপ চালু করেছে তাতে আবেদন করে ৫ দিনে ১ লাখ ৮ হাজার ৪১ জন চূড়ান্ত অনুমতি পেয়েছেন।
আরব নিউজের প্রতিবেদন অনুযায় মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি পাওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ হাজার ৮৭৩ জন সৌদি আরবের এবং বাকি ৬৫ হাজার ১২৮ জন সৌদি আরবে অবস্থান করা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।
২৪ ঘণ্টায় ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ ও জেয়ারত সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন বলে সিদ্ধান্তের কথা জানায় দেশটির কর্তৃপক্ষ। ওমরাহ চলাকালে মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফের পুরো আঙ্গিনা প্রতিদিন ১০ বার জীবাণুনাশক কার্যক্রম চালাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « মিন্নির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে।
- “ডিফেন্ডারস অফ বাংলাদেশ” এর উপদেষ্টার ভূমিকাই মাঈনুদ্দীন মোহাম্মদ মাঈনুল ও শৈবাল দাশ। »